সংক্ষিপ্ত
LSG vs PBKS Probable First XI: মঙ্গলের সন্ধ্যায় যেন জমজমাট ক্রিকেটের অপেক্ষা। মুখোমুখি লখনউ বনাম পাঞ্জাব (LSG vs PBKS)।
LSG vs PBKS Probable First XI: আইপিএল-এর (IPL 2025) আরও একটি দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার, সন্ধ্যায় মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)।
প্রসঙ্গত, গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে লখনউ (LSG)। নিঃসন্দেহে এই ম্যাচে নামার আগে, যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাদের (IPL 2025 Live)। সবথেকে বড় বিষয়, মিচেল মার্শ সেই ম্যাচে ৩১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস উপহার দেন। ফলে, এই ম্যাচেও তাঁর দিকে নজর থাকবে (IPL 2025 Schedule)।
এছাড়াও এইডেন মার্করামও বড় রান করতে পারেন যখন তখন। তাই লখনউয়ের ওপেনিং জুটির দিকে চোখ রাখতেই হচ্ছে (LSG vs PBKS 2025)। সেইসঙ্গে, মিডল অর্ডারে বেশ ভরসা দিচ্ছেন নিকোলাস পুরান (IPL 2025 Live Score)। তিনি আবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। তাই তাঁর দিকেও নজর রাখতেই হবে এদিনের ম্যাচে (IPL 2025 News and Updates)।
অন্যদিকে, অধিনায়ক ঋষভ পন্থ, ডেভিড মিলার, শার্দূল ঠাকুর এবং রবি বিষ্ণোইয়ের দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (LSG vs PBKS Live Score)।
অপরদিকে দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংসও। শেষ ম্যাচে তারা হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্সকে। সেই ম্যাচে ওপেনার প্রিয়াংশ আর্য করেন ৪৭ রান (LSG vs PBKS match update)। সর্বোপরি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে ৪২ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও লোয়ার মিডল অর্ডারে নেমে শশাঙ্ক সিং করেন ১৬ বলে ৪৪ রান।
স্বাভাবিকভাবেই এই ম্যাচে নামার আগে এই ক্রিকেটারদের দিকে নজর রাখতেই হচ্ছে। সেইসঙ্গে, প্রভসিমরান শিং, আজমাতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আর্শদীপ সিং এবং যুযুবেন্দ্র চাহালের দিকেও অবশ্যই চোখ রাখতে হবে (LSG vs PBKS Dream 11 prediction)।
আর সবথেকে বড় বিষয়, দুই দলই কিন্তু শেষ ম্যাচ জিতে মাঠে নামছে এবং দুটি দলেরই বড় স্কোর করার ক্ষমতা রয়েছে।
একাধিক তারকায় ঠাসা দুটি দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (LSG vs PBKS Probable First XI)?
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার-ব্যাটার), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, আবেশ খান
ইমপ্যাক্ট সাবঃ দিগবেশ রাঠি
পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শাশঙ্ক সিং, সূর্যবংশ শেডগে, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট সাবঃ বিজয়কুমার ভিশাক/হরপ্রীত ব্রার
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।