Vijay Hazare Trophy Elite 2025-26: এবারের বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের (Mumbai) হয়ে খেলছেন আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। শুক্রবার ম্যাচ চলাকালীন তিনি চোট পেলেন।

DID YOU
KNOW
?
ফিল্ডিং করার সময় চোট
ক্রিকেট মাঠে ব্যাটিং বা ফিল্ডিং করার সময় বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছেন। চোট পাওয়ার পর মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছে।

Angkrish Raghuvanshi Injury: ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে মাথায় ও কাঁধে চোট পেয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন মুম্বই (Mumbai) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী। শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) উত্তরাখণ্ডের বিরুদ্ধে (Mumbai vs Uttarakhand) ম্যাচ চলাকালীন চোট পেলেন মুম্বইয়ের ওপেনার। উত্তরাখণ্ডের ইনিংসের ৩০-তম ওভারে এই ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের ব্যাটার সৌরভ রাওয়াতের (Saurabh Rawat) বিরুদ্ধে বোলিং করছিলেন মুম্বইয়ের তনুশ কোটিয়ান (Tanush Kotian)। স্লগ স্যুইপ করেন সৌরভ। তাঁর ব্যাটের কানায় লেগে উঁচু হয়ে বাউন্ডারির দিকে এগিয়ে যায় বল। ডিপ মিড-উইকেটে ফিল্ডিং করছিলেন অঙ্গকৃশ। তিনি ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর মাথা মাটিতে ঠুকে যায়। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। সতীর্থরা ছুটে যান। তারপর মাঠে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়। সেই স্ট্রেচারে শুইয়ে অঙ্গকৃশকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে জয়পুরের (Jaipur) এসডিএমএইচ হাসপাতালে (SDMH hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চোট পরীক্ষা করার জন্য সিটি স্ক্যান করানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট পেলেই বোঝা যাবে চোট গুরুতর কি না।

ঘাড় নাড়াতে পারছেন না অঙ্গকৃশ

মাথায় ও কাঁধে অঙ্গকৃশ যেভাবে চোট পেয়েছেন, তারপর তিনি ঘাড় নাড়াতে পারছেন না। তাঁকে স্ট্রেচারে তোলার সময় দেখা যায়, মাথা ও ঘাড়ের চোটের ফলে সমস্যা হচ্ছে। তাঁর চোট সত্যিই গুরুতর কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে।

অঙ্গকৃশের চোট নিয়ে চিন্তায় কেকেআর

কয়েক মাস পরেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2026)। কেকেআর-এর হয়ে খেলবেন অঙ্গকৃশ। এই কারণে তাঁর চোট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কেকেআর শিবির। সবারই আশা, ২১ বছর বয়সি এই ব্যাটারের চোট গুরুতর হবে না এবং তিনি ফিট হয়ে উঠে আইপিএল-এ খেলতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।