Yuvraj Singh: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সর্বকালের অন্যতম সফল অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি ওডিআই, টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। দুই বিশ্বকাপেই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন যুবরাজ।
KNOW
Yuvraj Singh Controversy: ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ (2007 ICC World Twenty20) এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী (2011 ICC Cricket World Cup) ভারতীয় দলের অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ সিং অসম্মানিত হয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন! এই তারকা ক্রিকেটার নিজে এমনই জানিয়েছেন। টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) ইউটিউব (YouTube) টক শো 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'-তে (Serving it Up with Sania) যুবরাজ বলেছেন, ‘আমার একজন এজেন্ট ছিলেন। তাঁর সঙ্গে আমি সদ্য কাজ শুরু করেছিলাম। আমি একদিন তাঁকে আলিঙ্গন করেছিলাম। কারও সঙ্গে দেখা হলে যেভাবে আলিঙ্গন করি, ঠিক সেভাবেই তাঁকে আলিঙ্গন করেছিলাম। সেই ঘটনা নিয়ে আমার সম্পর্কে বলা হল, ম্যাচ চলাকালীন একটা মেয়ের সঙ্গে দেখা করেছি।’
'নেতিবাচক খবরেরই আধিক্য'
যুবরাজ আরও বলেছেন, ‘এসব আমাদের জীবনযাত্রার অঙ্গ হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম যদি বিতর্কিত বা নেতিবাচক মন্তব্য না করে, তাহলে তারা মনে করে, মানুষ সেই লেখা পড়বে না। আমার মনে হয়, ইতিবাচক খবরের তুলনায় নেতিবাচক খবর অনেক বেশি। আমার মনে হয়, আরও ইতিবাচক খবর প্রচার করা উচিত।’
অসম্মানিত হয়েই অবসর যুবরাজের
যুবরাজ আরও বলেছেন, ‘আমি ক্রিকেট খেলা উপভোগ করছিলাম না। আমার মনে হয়েছিল, আমি যখন উপভোগ করছি না, তখন কেন ক্রিকেট খেলছি? আমাকে কেউ সাহায্য করছিল না। আমার মনে হচ্ছিল, সম্মান পাচ্ছি না। আমার মনে হয়েছিল, সম্মান যখন পাচ্ছি না, তখন কেন খেলা চালিয়ে যাব? আমি ক্রিকেট খেলে অনেক কিছু পেয়েছি। আমি নিজের সেরাটা দিয়েছি। আমি যখন আর খেলা উপভোগ করছি না, তখন কেন খেলে যাব? আমার খেলার কী দরকার? আমার নতুন করে প্রমাণ করার কিছু নেই। এই ভাবনা থেকে আমি শারীরিক ও মানসিকভাবে আহত হচ্ছিলাম। এই ভাবনা যেদিন মনে আসে, সেদিনই আমি অবসরের সিদ্ধান্ত নিই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


