Apuia Ralte Mohun Bagan: দলের স্বার্থে প্রত্যেকেই নিজের সেরাটা উজাড় করে দিতে ভালোবাসেন। ব্যতিক্রম নন আপুইয়া রালতেও (Apuia Ralte)।

Apuia Ralte Mohun Bagan: যুবভারতীর হাইভোল্টেজ সেমিফাইনালে তিনিই যেন মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। এখনও তাই। কারণ, তাঁর জয়সূচক গোলেই ফাইনালে পৌঁছেছে বাগান শিবির। কিন্তু সেই আপুইয়াই চোট নিয়ে মাঠে নেমেছিলেন সেদিন। আর এবার অনেকেরই প্রশ্ন, তাহলে কি তিনি ফাইনালেও নামছেন (ISL 2024-25 Final Match)?

প্রসঙ্গত, সেই ম্যাচে প্রথমে পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জেসন কামিংস (Jason Cummings)। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ, এগ্রিগেট অনুযায়ী দুটি লেগ মিলিয়ে তখনও ফলাফল দাঁড়িয়ে ছিল ২-২। ফলে, ফাইনালে যেতে গেলে আরও একটি গোলের প্রয়োজন ছিল তাদের (ISL Semifinal live score)। কিন্তু কিছুতেই সেই কাঙ্ক্ষিত গোলটি আসছিল না।

আর ঠিক তখনই যেন কার্যত ম্যাজিক দেখান আপুইয়া। ম্যাচের অতিরিক্ত সময়ে, বাজিমাৎ করেন তিনি (Apuia Ralte)। তাঁর জয়সূচক গোলেই ফাইনালে পৌঁছে যায় সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan vs Jamshedpur FC Live Score)।

স্কিল এবং জাদু দিয়ে করেন অনবদ্য এক গোল। ডান পায়ের জোরালো শট জামশেদপুরের গোলরক্ষককে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। তবে তারপর সাংবাদিক সম্মেলনে এসে আপুইয়া বলেন, “আমার আজ হালকা চোট ছিল গোড়ালিতে। একটু একটু ব্যাথাও অনুভব করছিলাম। কিন্তু দলের জন্য মাঠে নেমে লড়াই করেছি। আসলে আমরা ম্যাচের প্রথম থেকেই চেষ্টা জারি রেখেছিলাম। কিন্তু আমরা খেলার শেষে হলেও গোলটা ঠিকই করতে পেরেছি। ভালো লাগছে দলের হয়ে গুরুত্বপূর্ণ সময় গোল করতে পেরে।”

আর এরপরেই অনেকের মনে হচ্ছে যে, সেমিতে চোট নিয়েই তিনি মাঠে নামেন। ফাইনালের আগে কি তিনি পুরোপুরি ফিট? নাকি আবারও চোট নিয়ে দলের স্বার্থে মাঠে নামবেন মোহনবাগানের প্রাণভোমরা আপুইয়া রালতে (ISL Final 2025)?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।