সংক্ষিপ্ত

ISL Semi Final: এবার আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আইএসএল কাপ জেতাও সবুজ-মেরুন শিবিরের লক্ষ্য। তবে বৃহস্পতিবার জামশেদপুরে ধাক্কা খেল হোসে মলিনার দল।

Jamshedpur FC vs Mohun Bagan Super Giant: আইএসএল (Indian Super League) সেমি-ফাইনালের প্রথম লেগে ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরে গেল হোসে মলিনার (Jose Molina) দল। ম্যাচের ফল ২-১। জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ স্ট্রাইকার হেভিয়ের সিভেরিও (Javier Siverio) এবং এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে খেলে যাওয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হাভি হার্নান্ডেজ (Javi Hernandez)। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংস (Jason Cummings)। এই ম্যাচ হেরে গেলেও, এখনও ফাইনালে ওঠার লড়াইয়ে আছে সবুজ-মেরুন ব্রিগেড। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন লিস্টন কোলাসো, আশিস রাইরা। সেই ম্যাচে জনসমর্থন বড় হাতিয়ার হবে।

কামিংসের অসামান্য গোল

বৃহস্পতিবার ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে হেডে প্রথম গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন সিভেরিও। ৩৭ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান কামিংস। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে জামশেদপুরকে জেতান হার্নান্ডেজ। তবে ঘরের মাঠে জয় পেলেও, অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার আগে সমস্যায় জামশেদপুর এফসি। কারণ, কার্ড সমস্যায় সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না ডিফেন্ডার স্টিফেন এজে ও আশুতোষ মেহতা। এছাড়া মিডফিল্ডার মোবাশির রহমানও খেলতে পারবেন না। ফলে ঘরের মাঠে খেলতে নামার আগে সুবিধাজনক জায়গায় মোহনবাগান সুপার জায়ান্ট

মাঠে খেলা, গ্যলারিতে রক্তারক্তি কাণ্ড

বৃহস্পতিবার বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক কলকাতা থেকে জামশেদপুরে খেলা দেখতে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন তাঁরা গ্যালারিতে বিপক্ষ দলের সমর্থক এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এক মোহনবাগান সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথার পিছন দিকে ক্ষত রয়েছে। হাসপাতালে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ সবুজ-মেরুন শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।