সংক্ষিপ্ত

Mohun Bagan: গড়ের মাঠে ফুটবল ম্যাচে অশান্তি, মারপিট নতুন কোনও ঘটনা নয়। কিন্তু গত কয়েক বছরে ভিনরাজ্যে ম্যাচ দেখতে গিয়েও গোলমালে জড়িয়ে পড়েছেন বাংলার ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের ক্ষেত্রে ঠিক সেটাই হল।

Jamshedpur FC vs Mohun Bagan Super Giant: বৃহস্পতিবার দিনটা মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের জন্য ভালো গেল না। আইএসএল (Indian Super League) সেমি-ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। এছাড়া গ্যালারিতে আক্রান্ত হলেন এক মোহনবাগান সমর্থক। জামশেদপুরের পুলিশ লাঠি দিয়ে মেরে এই সমর্থকের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। আক্রান্ত মোহনবাগান সমর্থকের নাম রিপন মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে জামশেদপুরে প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। প্রিয় দল হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই অন্য মোহনবাগান সমর্থকদের মতোই মন খারাপ রিপনের। একইসঙ্গে তাঁকে শারীরিকভাবেও আঘাত পেতে হল। এই ঘটনায় ক্ষুব্ধ মোহনবাগান শিবির। দল নির্বিশেষে কলকাতার ফুটবলপ্রেমীরা এই ঘটনার নিন্দা করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ করছেন।

ঠিক কী হয়েছিল?

জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে কেন মোহনবাগান সমর্থককে আক্রান্ত, রক্তাক্ত হতে হল, তা স্পষ্ট নয়। গোলমাল এড়াতে যে কোনও ফুটবল ম্যাচেই দুই প্রতিপক্ষ দলের সমর্থকদের গ্যালারিতে আলাদা জায়গায় বসার ব্যবস্থা করা হয়। কিন্তু জামশেদপুরে পুলিশের গাফিলতি বা অপদার্থতার জন্য মোহনবাগান ও জামশেদপুরের সমর্থকদের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায় বলে অভিযোগ। সেই গণ্ডগোল থামাতে গিয়ে রিপনকে মারে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই মোহনবাগান সমর্থকের মাথার পিছন দিক থেকে রক্ত পড়ছে। সেই অবস্থাতেই তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পরে রিপনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার পিছন দিকে ব্যান্ডেজ করা হয়েছে।

আক্রান্ত সমর্থকের পাশে মোহনবাগান সুপার জায়ান্ট

বৃহস্পতিবার জামশেদপুরে ম্যাচ দেখতে গিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি আক্রান্ত সমর্থকের পাশে দাঁড়ান। মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক বিবৃতি জারি করে সমর্থকের সঙ্গে নিরাপত্তারক্ষী ও আয়োজকদের একাংশের অন্যায় আচরণের নিন্দা করা হয়েছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।