Robert Lewandowski: পোল্যান্ডের জাতীয় দলের (Poland national team) অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি এখন বার্সেলোনার (FC Barcelona) হয়ে খেলছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বেশিদিন এই ক্লাবের হয়ে খেলবেন না।
KNOW
Robert Lewandowski Future Plan: আর বেশিদিন বার্সেলোনার (FC Barcelona) হয়ে খেলবেন না। এই ইঙ্গিত দিয়ে রাখলেন পোল্যান্ডের জাতীয় দলের (Poland national team) অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। তিনি এবার সৌদি প্রো লিগের (Saudi Pro League) কোনও ক্লাবে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। এই স্ট্রাইকারের সঙ্গে সৌদি প্রো লিগের কর্তাদের আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মেজর লিগ সকারের (Major League Soccer) দল শিকাগো ফায়ারের (Chicago Fire) কর্তাদের সঙ্গেও লেওয়ানডস্কির আলোচনা চলছে বলে জানা গিয়েছে। ফলে ৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার এবার কোন ক্লাবের হয়ে খেলবেন, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে। নতুন ইংরাজি বছরের শুরুতেই ফুটবলের ট্রান্সফার উইন্ডো শুরু হচ্ছে। ফলে কয়েকদিনের মধ্যেই লেওয়ানডস্কি বার্সেলোনা ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে ইউরোপের ক্লাব ফুটবলে আর থাকছেন না এই স্ট্রাইকার। তিনি এশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন।
ভবিষ্যৎ নিয়ে সন্দিহান লেওয়ানডস্কি
পোলিশ (Polish) সাংবাদিক বগদান রাইমানওস্কিকে দেওয়া সাক্ষাৎকারে লেওয়ানডস্কি বলেছেন, তিনি এখনও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি শান্ত আছেন। ভবিষ্যতের বিষয়ে তাড়াহুড়ো করছেন না। বার্সেলোনার ক্রীড়া দূরদর্শিতা এবং তাঁর ব্যক্তিত্বের পক্ষে যেটা ঠিক বলে মনে হবে, সেই সিদ্ধান্তই নেওয়া হবে। এই স্ট্রাইকার বলেছেন, ‘আমার কাছে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে। তবে এখন আমি জানি না কোথায় খেলতে চাই। আমি জানি না কোন পথে এগিয়ে যাব। কিন্তু আমার উপর কোনও চাপ নেই। এই কারণে আমি সবকিছুই চাইছি। আমি বিশ্বকাপের (FIFA World Cup 2026) যোগ্যতা অর্জন করতে চাই, লিগ জিততে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জিততে চাই।’
লেওয়ানডস্কিকে ছেড়ে দেবে বার্সেলোনা?
লেওয়ানডস্কি দল ছাড়ার ইঙ্গিত দিলেও, বার্সেলোনা তাঁকে ছেড়ে দেবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


