সিএবি সভাপতি থাকাকালীনই ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সকে নতুন রূপ দিতে চেয়েছিলেন সৌরভ গঙ্গাপাধ্যায়। কাজ এগিয়েও নিয়ে গিয়েছিলেন অনেকটা। উদ্যোগ নেওয়া হয়ছিল সিএবির পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়ামকেও ঢেলে সাজানোর। জোরকদমে কাজও শুরু করেন মহরাজা। পুরোনো ইন্ডোর স্টেডিয়ামের কাঠামো ভেঙে নতুন করে গড়া শুরু হয় আধুনিক বিল্ডিং। কাজ শেষ দিকে থাকাকালীনই সিএবি সভাপতি থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হন সৌরভ। এবার বোর্ড সভাপতি হিসেবেই সিএবির ইন্ডোর স্টেডিয়ামের নতুন রূপ প্রথম প্রকাশ্যে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।