পেশাদার টেনিস খেলোয়াড় এবং চারবারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ও তিনবারের রানার আপ তিনি। ২১ মে, ২০১২ সালে তাঁর র্যাংকিং ২ নম্বরে ছিল। বুধবার অবসরের কথা ঘোষণা করেছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর এই টেনিস তারকা।