Royal Enfield Ice Hockey League: ভারতে যেমন ভৌগলিক বৈচিত্র দেখা যায়, তার সঙ্গে সঙ্গতি বজায় রেখেই নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসও আয়োজন করা হচ্ছে। তেমনই এক রোমাঞ্চকর খেলা হল আইস হকি। লাদাখে (Ladakh) শুরু হয়েছে আইস হকি লিগের তৃতীয় মরসুম।

DID YOU
KNOW
?
জনপ্রিয় হচ্ছে আইস হকি
হিমাচল প্রদেশ ও লাদাখে আইস হকির জনপ্রিয়তা বাড়ছে। এই খেলার উন্নতিতে সাহায্য করছে সরকার।

Royal Enfield Ice Hockey League Season 3: লাদাখে (Ladakh) শুরু হয়েছে রয়্যাল এনফিল্ড আইস হকি লিগের তৃতীয় মরসুম। বুধবার শুরু হয়েছে এই লিগ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খেলা। লাদাখের নাওয়াং দোরজে স্তবদান স্টেডিয়ামে (Nawang Dorjay Stobdan Stadium) আইস হকি লিগের ম্যাচ চলছে। লাদাখ ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) জনপ্রিয় হয়ে উঠেছে আইস হকি। এই অঞ্চলে আইস হকির জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। স্থানীয় ছেলে-মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আইস হকি লিগের প্রথম দুই মরসুমের তুলনায় তৃতীয় মরসুমে দল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। গতবারের চেয়ে বেশিদিন ধরে চলবে এই লিগ। এবার প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে বলে আশা আয়োজকদের। তাঁদের আশা, এই লিগের মাধ্যমে লাদাখ ও হিমাচল প্রদেশে আইস হকির প্রসার ঘটবে। ১৭ দিন ধরে চলবে এই লিগ। পুরুষ ও মহিলাদের বিভাগে রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলা চলছে। সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। আয়োজকদের মতে, এই ফর্ম্যাটে খেলা হওয়ার ফলে আইস হকি লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। লাদাখ থেকে ধারাবাহিকভাবে প্রতিভাবান আইস হকি খেলোয়াড়রা উঠে আসছেন।

প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত লড়াই

বুধবার উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ দেখার জন্য ভিড় জমিয়েছিলেন প্রায় ১,৫০০ দর্শক। প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যায়। প্রথমবার এই লিগে খেলতে নামা খারু ফ্যালকনস দলকে ৪-১ উড়িয়ে দিল শাম উলভস দল। দ্বিতীয় ম্যাচে পারিগ ওয়ারিয়র্স দলকে ৩-১ উড়িয়ে দেয় হামাস ওয়ারিয়র্স দল।

আইস হকি লিগে সাহায্য করছে সরকার

আইস হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাদাখের মুখ্যসচিব আশিস কুন্দ্রা। তিনি বলেন, ‘রয়্যাল এনফিল্ড আইস হকি লিগের মতো প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছে, কীভাবে কাঠামোগতভাবে শীতকালীন ক্রীড়া বিষয়ক উদ্যোগ সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করতে পারে, আঞ্চলিক পরিচয় জোরদার করতে পারে এবং শীতকালে যুব সম্প্রদায়ের জন্য অর্থপূর্ণ সুযোগ এনে দিতে পারে। আমি সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।