হেঁশেলে আগুন, একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের, পকেটে কোপ মধ্যবিত্তের

Mar 22 2022, 09:51 AM IST

ফের হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মার্চ মাসের শেষেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের।  অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ( LPG Gas Cylinder)।  ৯০০ টাকার গন্ডি পার করছিল অনেকদিন  আগেই এবার ১০০০ টাকা ছুঁতে চলেছে এলপিজি গ্যাসের দাম (LPG Gas Hike)।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯৭৬ টাকা। গ্যাসের দাম বাড়াতেই পকেটে কোপ পড়েছে মধ্যবিত্তের।