পেঁয়াজের দাম লিখে বোর্ড ঝোলানোর নির্দেশ, নিয়ম ভাঙলে ব্য়বস্থা নেবে পুলিশ

  • বাজারে পেঁয়াজের দাম দিনে দিনে বেড়েই চলেছে 
  • ১৫০ টাকা ছাড়িয়ে পেঁয়াজ পৌঁছল ১৮০ টাকায়
  • দমদম নাগেরবাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
  • বিক্রেতাদের দোকানে রেট চার্ট ঝোলাতে বলেন তাঁরা

/ Updated: Dec 12 2019, 09:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেঁয়াজের দাম অগ্নিমূল্য় হওয়ার জন্য় নাজেহাল শহরবাসী। দাম কমার কোনও লক্ষণ নেই। দেড়শো ছাড়িয়ে পেঁয়াজ পৌঁছে ১৮০ টাকায়। আর এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দিতেই দমদম নাগেরবাজারের বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। দফায় দফায় কথা হয় সেখানে, সবজি বিক্রেতা তথা বাজার সমিতির প্রধানদের সঙ্গে। এদিন সকাল এগারোটা নাগাদ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তিন চার সদস্য নাগেরবাজারের বাজারে দমদম থানার পুলিশকে নিয়ে হানা দেয়। প্রথমেই একটি আলু পেঁয়াজের দোকানে হানা দেয় তারা। জানতে চায় কি দামে পেঁয়াজ আলু বিক্রি করছেন জানতে চান। এরপরেই দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয় ইবির আধিকারিকদের। দোকানদার তার মহাজনের সাথে কথা বলিয়ে দেয় ইবির আধিকারিকদের। এরপরে তাঁরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন । ইবির আধিকারিকেরা সবজী বিক্রেতাদের দোকানে রেট চার্ট ঝোলাতে বলেন।এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আরও জানিয়েছেন, নাগরিকরাও যেন এটি খেয়াল রাখে। দোকানদারেরা নিয়ম না মানলে, নিকটবর্তী থানা তারা যেন জানিয়ে আসে।