গাফিলতিতে শিশুমৃত্যু, চিকিৎসককে মার ক্ষুব্ধ পরিজনদের, দেখুন ভিডিও

  • চিকিৎসার গাফিলতিতে শিশু মৃ্ত্যুর অভিযোগ
  • পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মার চিকিৎসককে
     

/ Updated: Nov 13 2019, 12:13 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যু। এই অভিযোগে এক চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠল মৃত শিশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। প্রকাশ্যেই ওই চিকিৎসককে মারধর করা বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। মৃত শিশুটির পরিবারের অভিযোগ, দীপক গিরি নামে ওই চিকিৎসক পশ্চিম মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত। সেখানেই পদ্মিনী দাস নামে চন্দ্রকোণা রোডের বাসিন্দা এক গৃহবধূকে দেখছিলেন তিনি। সন্তানসম্ভবা ওই গৃহবধূকে মেদিনীপুর শহরে নিজের নার্সিং হোমে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। 

অভিযোগ, গত বুধবার পদ্মিনীদেবী একটি পুত্রসন্তান  প্রসব করেন। কিন্তু শিশুটি অসুস্থ থাকলেও সেই অবস্থাতেই রবিবার পদ্মিনীদেবীকে শিশু সমেত ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পরে শিশুটির শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক শিশুটিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পথেই মৃত্যু হয় তার। এর পরেই চন্দ্রকোণার একটি বেসরকারি ল্যাবে গিয়ে দীপক গিরি নামে ওই চিকিৎসকের উপরে চড়াও হয় শিশুটির পরিবারের সদস্যরা। তাঁকে মারধরও করা হয়। এর পরে অভিযুক্ত চিকিৎসককে চন্দ্রকোণা রোড বিট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশ তাঁকে আটক করে। অভিযুক্ত চিকিৎসকের অবশ্য দাবি, তদন্ত করলেই সব স্পষ্ট হবে।