বৃষ্টির প্রার্থনায় মহাদেবকে বেধে রাখলেন দক্ষিণ দিনাজপুরের তালমন্দিরা গ্রামের গ্রামবাসীরা

তপন ব্লকের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন তারা , তাই বৃষ্টির প্রার্থনায় মহাদেবকে বেধে রাখলেন  দক্ষিণ দিনাজপুরের তালমন্দিরা গ্রামের গ্রামবাসীরা
 

/ Updated: Jul 14 2022, 06:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃষ্টির প্রার্থনায় মহাদেবকে বেধে রাখার মত এই রীতি পালনের প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের তালমন্দিরা গ্রামে| বাসিন্দাদের সূত্রে জানা গেছে বৃষ্টির প্রার্থনায় ভগবান মহাদেবকে বেধে রাখার এই ব্যতিক্রমী রীতি বহুদিন ধরে চলে আসছে তাদের গ্রামে | তপন ব্লকের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন তারা | গ্রামের গৃহবধুরা রীতিমত খাকি পোশাক পড়ে হাতে খেলনা বন্দুক, লাঠি নিয়ে পথে নেমে মহাদেব বাধন পূজার জন্য অর্থ সংগ্রহ শুরু করলেন | এখন দেখার গ্রামবাসীদের এহেন প্রার্থনায় মহাদেব কবে সদয় হন