SSC News: যোগ্য-অযোগ্যদের লড়াইয়ে চাকরি খুঁইয়েছেন রাতদিন এককরে পড়াশোনা করা হাজার হাজার যোগ্য শিক্ষকরা। সরকার যোগ্য-অযোগ্য বাছাইয়ে ব্যর্থ হওয়ায় সুপ্রিম রায়ে নিমেষের মধ্যে চাকরি চলে গিয়েছে পশ্চিমবঙ্গের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। বিস্তারিত জানুন

SSC News: যোগ্য-অযোগ্যদের লড়াইয়ে চাকরি খুঁইয়েছেন মাথার ঘাম পায়ে ফেলে রাতদিন এককরে পড়াশোনা করা হাজার হাজার যোগ্য শিক্ষকরা। সরকার যোগ্য-অযোগ্য বাছাইয়ে ব্যর্থ হওয়ায় সুপ্রিম রায়ে নিমেষের মধ্যে চাকরি চলে গিয়েছে পশ্চিমবঙ্গের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। আর এই তালিকায় রয়েছে যোগ্য শিক্ষকরাও।

হকের চাকরি ফেরতের দাবিতে গত ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনুক সরকার। উঠছে স্লোগান। আর এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক শিক্ষকের ছবি। যা নেটপাড়ায় ছড়াতে মনটা হু-হু করে উঠেছে সকলেরই।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে নিজের যোগ্যতা প্রমাণ দিতে কোলের বাচ্চাকে নিয়ে রাস্তায় বসে শিক্ষক বাবা। বাবার হাতে ওএমআর শিট আর খুদে শিশুর হাতে রয়েছে 'আমার বাবা যোগ্য শিক্ষক' লেখা পোস্টার। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তরজা। তাহলে কী এটাই ভবিতব্য! নিজেদের যোগ্যতা প্রমাণ করতে এবার দুধের শিশুদের নিয়ে রাস্তায় বসতে হবে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের! প্রশ্ন সকলেরই। কিন্তু উত্তর এখনও অজানা। কারণ, মুখ্যমন্ত্রীর আশ্বাসেও ভরসা পাচ্ছেন না চাকরিহারারা। কী আছে তাঁদের ভাগ্যে? উত্তর দেবে সময়ের কাঁটা।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় গত ৩ এপ্রিল বৃহস্পতিবার রায় দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চলে যায় ২৫ হাজার ৭৫৩ জনের, ব্যতিক্রম শুধু এক জন— ক্যানসার আক্রান্ত শিক্ষক সোমা দাস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে জানায়, ‘মানবিক কারণে’ সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না। শুধু তাই নয়, সেদিনের রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা বোধ করছে না আদালত। অর্থাৎ ২০১৬ সালের এসএসসি তে ২৬ হাজারের যে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করে দেয় শীর্ষ আদালত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।