যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির জেরে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতির বদল হচ্ছে। এই কারণে রাজ্যের সমস্ত উপাচার্যদের সাথে বৈঠক ডেকেছেন রাজ্যপাল। শুক্রবার বিকেল ৫টায় রাজভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখনও চলছে অশান্তি। আর এই অশান্তির জেরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বদল হচ্ছে পরিস্থিতি। এই কারণে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, শুক্রবার অর্থাৎ আজ বিকেল ৫টা নাগাদ উপাচার্যদের সঙ্গে আলোচনার ডাক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলোচনায় বসবেন রাজভবনে। 

শনিবার থেকে তপ্ত যাদবপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় বাম ছা্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলন রত ছাত্রছাত্রীরা। তেমনই স্লোগানও তোলে। এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বেশ কিছু শিক্ষক হেনস্থার শিকার হন।

ওয়েবকুপা দাবি করেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছে। ব্রাত্য় বসু ওয়েবকুপার সভার জন্য যাদবপুরে যাওয়ার পরই উত্তেজনা বাড়ে। বিক্ষোভকারীরা ঢুকে পড়ের। বেরনোর সময় তাঁর গাড়়ি ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। 

অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। আহত হন শিক্ষামন্ত্রী। এদিকে এদিনের বৈঠক ছিল অধ্যাপকদের। গোটা রাজ্য থেকে এসেছিল অধ্যাপকরা উপস্থিত হন। সেখানেই ঘটে এমন অপ্রীতিকর ঘটনা।

যাদবপুর কাণ্ডের জল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্টে। পুলিশি বিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মোট ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা বেড়েছে শিক্ষামন্ত্রীর।

সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বিষয়টি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছ থেকে রিপোর্ট চাইলেন আচার্য সিভি আন্দ বোস। সেই রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে। ছাত্র ও শিক্ষকের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। তার মধ্যে আজ রাজভবনে হবে বৈঠক। এখন দেখার এই বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত গৃহীত হয় কি না। 

সব খতিয়ে দেখতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেল ৫টা নাগাদ হবে বৈঠক।