News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. দুর্গাপুরের মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার উপর নৃশংস অত্যাচারের ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার কোনও কিনারা হয়নি। নির্যাতিতার সহপাঠী-সহ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ধর্ষণ না গণধর্ষণ, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। নির্যাতিতার সহপাঠীকে জেরা করা হচ্ছে। তার বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে জঙ্গলে নিয়ে গিয়ে সহপাঠীকে জেরা, পুলিশের হাতে এল অবাক করা তথ্য

২. জাতপাতের রাজনীতি নিয়ে বিজেপি-কে উইপোকা বলে আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকসি। বৃহস্পতিবার মালতীপুরে বিজয়া সম্মিলনীতে তিনি বলেন, বিধানসভা ভোটকে লক্ষ্য করে কু-চক্রান্ত কারীরা জাতপাতের নামে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতির মুনাফা লুটতে চাইছে। তারা প্রতিটি এলাকায় ঘুরছে। চিহ্নিত করে সমাজ থেকে বহিস্কার করতে হবে তাদের। কারণ উইপোকা থাকলে মানুষকে ভিতর থেকে শেষ করে দেবে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- BJP Vs TMC: বিজেপিকে সামাজিক বহিষ্কারের নিদান তৃণমূল নেতার, শুভেন্দুর পাল্টা দিলেন জেলা সভাপতি

৩. দু'দশকেরও বেশি সময় পর ফের কলকাতা থেকে সরাসরি লন্ডনের উড়ান চালু হচ্ছে। কলকাতা থেকে মুম্বই হয়ে লন্ডনগামী উড়ান চালু করছে ইন্ডিগো। লন্ডন সফরে গিয়ে কলকাতা থেকে সরাসরি উড়ান চালু করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই অনুরোধে কাজ হল। ফলে ফের সরাসরি কলকাতা থেকে লন্ডনে যাওয়া যাবে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মুখ্যমন্ত্রীর আবেদনে মান্যতা, চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা, সিদ্ধান্ত ইন্ডিগোর

৪. মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া গুজরাট মন্ত্রিসভার সব সদস্যই পদত্যাগ করলেন। শুক্রবার গান্ধীনগরে গুজরাট মন্ত্রিসভার রদবদল হবে। যে মন্ত্রীরা পদত্যাগ করেছেন, তাঁদের সবাই নতুন মন্ত্রিসভায় জায়গা পাবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকী, মুখ্যমন্ত্রীও পদ হারাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভোটের আগেই প্রশাসনের বড় বদল, কাল মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ, থাকবেতো মুখ্যমন্ত্রীর গদি

৫. কয়েক বছর পর কি ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়? তাঁর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গে বৈঠক করেছেন শোভন-বৈশাখী। তাঁরা রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- কবে তৃণমূলে ফিরছেন শোভন? পাহাড়়ে গোপন ডেরায় মমতা-'কানন' বৈঠকে ছিলেন বৈশাখীও

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।