- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: কবে থেকে চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন? মুখ খুলল কর্তৃপক্ষ
Kolkata Metro: কবে থেকে চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন? মুখ খুলল কর্তৃপক্ষ
পিলারে ফাটলের কারণে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ ৮-৯ মাসের মধ্যে স্টেশন চালুর আশ্বাস দিলেও, ছয় মাস কেটে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

শেষ কয়েক মাস ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনটিকে। পরিকাঠামো গত সমস্যার কারণে কয় মাস হল বন্ধ স্টেশন। এখন প্রশ্ন হল কবে খুলবে স্টেশন? কাজ এগলো কত দূর?
প্রসঙ্গত পরিকাঠামো গত সমস্যার কারণে নতুন করে গড়ে তোলা হচ্ছে। স্টেশন ৮-৯ মাসের মধ্যেই ফের চালু হবে। এমনই ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু, ছয় মাস হতে চলল। এখনও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টেশন। এবার এর কারণ জানাল কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে জানানো হয়েছে, স্টেশনের আপ প্ল্যাটফর্ম কাঠামো সংস্কারের নকশা ও প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের মেট্রোর সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
জানানো হয়েছে, ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা শেডের ব্যবস্থা থাকবে। স্টেশনে পরবর্তী অংশে এতদিন ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ হত। এবার টালিগঞ্জের পুরনো শেষ নতুন করে শুরু করার চেষ্টা চলছে।
এদিকে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাত্রীর ভোগান্তির শিকার হচ্ছেন। কম খরচে অল্প সময় এই স্টেশন দিয়ে অনেকে নিজের গন্তব্যে যেতে। তাই এবার তাড়াতাড়ি কাজ শুরু কথা জানিয়েছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এই মেট্রো স্টেশনের কাজ সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় আছে।

