শুক্রবার সকালে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রথম দেহটি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরের নিম্নাংশে কোনও পোশাক ছিল না। মুখে ছিল গ্যাঁজলা। ঘটনা দেখেই দেরি না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
নিউটাউনে এক তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। কীভাবে এল এই দেহ তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায় । তরুণীর দেহ উদ্ধার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মনে।স্থানীয়রা জানাচ্ছেন, ঘন ঘন পুলিশ টহল দেয় এই এলাকায়। লোকজনও থাকে তার পরেও কীভাবে তরুণীকে এই অবস্থায় পাওয়া গেল তা নিয়ে সন্দেহ বাড়ছে। খুনের ঘটনা বলেই অনুমান করছেন স্থানীয়রা। তাদের প্রাথমিক অনুমান, গভীর রাতে কেউ তরুণীকে খুন করে ফেলে রেখে গিয়েছে। এই তরুণী স্থানীয় কেউ নন বলেও তারা স্পষ্ট জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা লাগোয়া নিউ টাউনের লোহার পুলের কাছে উদ্ধার করা হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন দেহ। শুক্রবার সকালে এই ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা । পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন আরজি কর মেডিক্যালে। দুপুর গড়ালেও তরুণীর নাম পরিচয় জানা যায়নি বলেই খবর । তবে সব বিযয়টি পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হয়ত ধর্ষণ করার পর কেউ বা কারা তরুণীকে শ্বাসরোধ করে খুন করে এখানে ফেলে গিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে লোহার পুল এলাকায় একটি গাড়ি পার্কিংয়ের পিছন দিকের জঙ্গলে পাওয়া গিয়েছে তরুণীর দেহটি। শুক্রবার সকালে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রথম দেহটি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরের নিম্নাংশে কোনও পোশাক ছিল না। মুখে ছিল গ্যাঁজলা। ঘটনা দেখেই দেরি না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশকর্মীরা দ্রুত এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে গেলে বিষয়টি স্পষ্ট হবে বলে । এই ঘটনার তদন্তে নেমে আসপাশের সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে তরুণীর পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কীভাবে এই তরুণী নিউটাউনের ওই জঙ্গলে পৌঁছে গেল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
