সংক্ষিপ্ত
বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনে পুলিশের জালে মূল ষড়যন্ত্রকারী ত্রিদ্বীপ দাস ওরফে দিবাকর দাস। ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয়।
বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত ত্রিদ্বীপ দাস ওরফে দিবাকর দাস মূল ষড়যন্ত্রকারী। উল্লেখ্য, ২১ জুলাইয়ের দুপুরে বিরাটির ত্রাস বাবুলালের সঙ্গে শুভ্রজিতের বিবাদের জেরেই রাতে খুনের ঘটনা ঘটে।
আরও পড়ুন, পাকিস্তান থেকে BJP নেতাকে হুমকি ফোন, নড়েচড়ে বসল স্বরাষ্ট্রমন্ত্রক, তদন্তে গোয়েন্দারা
বিরাটির তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের ঘটনায় গ্রেফতার ত্রিদ্বীপ দাস নামে এক দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। নিমতা আর দাসপাড়ার বাসিন্দা ত্রিদ্বীপ দাস। নিমতা থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে পাঠানপুর ছোটেলাল, উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাটা ও নিমতা বাসিন্দা সান্তনু একই টিমের সদস্য। এই খুনের ঘটনায় কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ত্রিদ্বীপ ওরফে দিবাকরকে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয় । ধৃতকে ১৪ দিন হেফাজতে রাখার আবেদন জানাবে আদালতের কাছে।
আরও পড়ুন, বাংলার 'নির্বাচনে অত্যাচারিত ৩৫ হাজার মহিলা', কী করে 'দেশ চাইছেন', মমতাকে নিশানার রুপার
উল্লেখ্য, ২১ জুলাই ছিল তৃণমূলের শহিদ দিবস। শহিদ দিবসের রাতেই খুন হন ওই তৃণমূল কর্মী। বিরাটির বণিক মোড় -এ গুলিবিদ্ধ হয়ে খুন হন শুভ্রজিত দত্ত। রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন শুভ্রজিত। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকাকে অশান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তুলেছে তৃণমূল। ধৃত ত্রিদ্বীপ দাসকে জেরা করলে আরও একাধিক তথ্য উঠে আসবে বলে অনুমান তদন্তাকরীদের।
বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের মামলায় শুক্রবার বিকেলের পাওয়া খবরে, ধৃত ত্রিদিপ ওরফে দিবাকর ওরফে বাসুদেব দাসের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যারাকপুর আদালতের বিচারক। তার বিরুদ্ধে ৩০২,১২০বি, ৩৪ আইপিসি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে টাকা-পয়সার লেনদেন নিয়ে খুন হয়ে যাওয়া শুভ্রজিতের সঙ্গে বিরাটির ত্রাস বাবুলালের একটা শত্রুতা চলছিল। আর এই খুন সেই শত্রুতার জেরে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস