বঙ্গের একাধিক জায়গায় থেমে গিয়েছে বৃষ্টি। বৃষ্টি থামলেও পুকুরের জলে ভাসছে বাড়ি। এমনই ছবি দেখা গেল পুরুলিয়ার কুমোর পাড়ায় । সেখানে চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে সাধারণ মানুষদের। অনেক বলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। জমা জলের জেরে বাড়িতে ফাটলও ধরেছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। চরম সমস্যার মধ্যে দিন কাটছে সেখানকার মানুষদের। গ্রামবাসীদের দাবি, রাজনীতি বন্ধ করে দুর্ঘটনা ঘটার আগে তাদের জলবন্দি দশা থেকে মুক্ত করুক প্রশাসন।