কোভিডে সংক্রমণ কমলেও ফের মৃত্যু বাড়ল রাজ্যে। এদিকে রবিবার থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন। আশা করা হচ্ছে এতে সংক্রমণের সংখ্যা অনেকটাই কমবে। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১৩৬ জন থেকে বেড়ে ১৪৪ জন এবং সংক্রমণ ২০ হাজার ৮৪৬ জন থেকে কমে ১৯ হাজার ৫১১ জন। এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।
কোভিডে ভয়াবহ অবস্থার জেরে এবার কার্যত লকডাউন বাংলায়।রবিবার থেকে আগামী ৩০ মে ১৫ দিনের জন্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া সকল সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করেছে নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বাস-মেট্রো-ফেরি পরিষেবাও সম্পূর্ণ রূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরী প্রয়োজন না হলে ট্য়াক্সি এবং অটোও চলাচল করবে না। এদিন ভোর ৬ টা থেকে শুরু হয়েছে লকডাউন। সকাল থেকেই হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং। দেখুন শহরের ছবি।
উত্তরবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে আসছে রাফাল
এখানেই ফের জেগে উঠবে 'ফ্যালকনস অফ চাম্ব'
আপাতত আসবে ৪টি রাফাল
বছরের শেষভাগে আরও ৫টি রাফাল আসতে পারে