চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। প্রত্যেকেই এখন অপেক্ষা করছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। মনে করা হচ্ছে ১ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ ফেব্রুয়ারি অসমেও মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার একটা ইঙ্গিত দিয়েছেন। এখন পর্যন্ত যা খবর তাতে বঙ্গে নির্বাচন এবার হতে পারে ৭ দফায়। যদিও, এহেন পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্ক ও তরজার শেষ নেই। একদিকে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, তেমনি পাল্টা দিতে ছাড়ছে না তৃণমূলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।