কলকাতা সহ রাজ্যে দৈনিক সংক্রমণ ফের সামান্য বাড়ল। এদিকে টিকা নিয়ে এবার উলটপূরাণ রাজ্য়ে। নাম লিখিয়েছেন ৭ জন। কিন্তু তার মধ্য়ে একজনও টিকা পেলেন না। কোভ্য়াক্সিনের ক্লিনিক্য়াল ট্রায়াল মোডে ফাঁকা কাটালেন কলকাতা মেডিক্য়াল কলেজের ভ্যাকসিনেশন অফিসারেরা। অপরদিকে, এই মুহূর্তে কলকাতায় একদিনে কোভিডে সংক্রমিত হয়েছেন ৫১ জন। তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।