কলকাতায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। মঙ্গলবার থেকেই কলকাতা ও জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। রাতভর দফায়-দফায় জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন করা হয়। তবে ভ্যাকসিন কলকাতায় এসে পৌছলে শুধু আশা বেড়েছে। কারণ সাধারণ মানুষের কাছে এখনও সময় লাগবে। সতর্ক অবশ্য প্রয়োজন। যেখানে এখনও কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।