একের পর এক সমস্যার সন্মুখীন সাধারণ, করোনার দাপটের মাঝেই এবার বাড়তে শুরু করল বার্ড ফ্লু। তাই তড়িঘড়ি একাধিক নির্দেশিকা জারি করা হল রাজ্য স্বাস্থ্য দফতর থেকে। সেখানে কী কী নিয়মের উল্লেখ রয়েছে, জেনে নিন..
২০১৯ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী। তারপর থেকে পথে নেমে প্রচারে দেখা যায়নি তাঁদের। তবে ভোটের আগেই চেনা মুখে অচেনা সুর। বিজেপি-র রোড শো-তে হাজির জুটি। শ্লোগান দিলেন, গাইলেন জয়গান।