কোভিডের নয়া স্ট্রেনে শিহরিত কলকাতা সহ সারা দেশ। এমনিতেই ব্রিটেনের এই নয়া স্ট্রেনের হদিশ মিলেছে কলকাতায়। ইতিমধ্য়েই লন্ডন ফেরত দুই জন কোভিডের নয়া স্ট্রেনে আক্রান্ত। উল্লেখ্য, কোভিডের এই নয়া স্ট্রেন আগের থেকেও ৭০ শতাংশ বেশি শক্তিশালী। এই অবস্থায় আগাম আইডি হাসপাতালে আনা হয়ে ৫০ টি আলাদা বেড। শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,৬০৫ জন। এই অবস্থায় চরম উৎকন্ঠায় স্বাস্থ্য ভবন। তাহলে বাংলায় কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।