বর্ষশেষে কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে। কোবিডের নয়া স্ট্রেন নিয়ে আশঙ্কায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে উল্লেখ্য, 'বাংলায় এখনই নাইট কার্ফু নয়', জানিয়েছেন মুখ্যসচিব। লন্ডন ফেরত ইতিমধ্যেই ২ বিমান যাত্রী কোবিডের নয়া স্ট্রেনে আক্রান্ত। একই বিমানে আসা আরও ২২২ জনের নমুনা পরীক্ষা হবে। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,০৩৩ জন। এই অবস্থায় চরম উৎকন্ঠায় স্বাস্থ্য ভবন। তাহলে বাংলায় বর্ষশেষে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।