লন্ডন ফেরত কলকাতায় এই নিয়ে ৩ জন কোভিডে আক্রান্ত হয়েছে। এদিকে তারই মধ্য়ে ভুয়ো ঠিকানা দিয়ে লন্ডন ফেরত ২০ জন উধাও কলকাতা বিমানবন্দর থেকে। উল্লেখ্য, কোভিডের এই নয়া স্ট্রেন আগের থেকেও ৭০ শতাংশ বেশি শক্তিশালী। এই অবস্থায় আগাম আইডি হাসপাতালে আনা হয়ে ৫০ টি আলাদা বেড। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২১১ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,৮১৬ জন। তাহলে বাংলায় কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।