কলকাতায় সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাসের সঙ্গেই সংক্রমণের হাতছানি। এমনটাই আশঙ্কা করেছিলেন বিজ্ঞানীরা। আর কলকাতায় তৃতীয় দফার ট্রায়ালের ভ্যাকসিন আসতেই গর্বে বুক ভরে উঠেছে শহরবাসী। তাই টিকা না পেয়েও দিব্য়ি খোসমেজাজে জলাঞ্জলি দিয়েছে একাধিক কোভিড বিধি। যার ফলাফলও হাতেনাতে। সোমবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১৬,৬৪৫ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।