করোনাকে কবে নির্মুল করবে কোভ্যাক্সিন, সাম্যবস্তায় আসবে শহরের পরিস্থিতি, এ নিয়ে এখনও চাপান উতোর চলছে। এদিকে এই ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসছে হাজারে হাজারে পুরুষ-মহিলারা। সেক্ষেত্রেও নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা বেঁধে দেওয়া হলেও চলছে লাগামছাড়া ভীড়। আর সেটাই আশঙ্কা বাড়াচ্ছে। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।