শনিবার ফের শীতের আমেজ বাংলায়। সেই সঙ্গে করোনা উদ্বেগ। এই মুহূর্তে অনেকে কাজ হারানোর ফেলে লোকাল ট্রেন বেশিরভাগ সময় ফাঁকাই যাচ্ছে। তবে বাস সেই আগের মতোই বাদুরঝোলা। সেক্ষেত্রেও যাত্রীর সংখ্যা বেঁধে দেওয়া হলেও চলছে লাগামছাড়া ভীড়। আর সেটাই আশঙ্কা বাড়াচ্ছে। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।