ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোভিডে এখনও সবার চেয়ে এগিয়ে কলকাতা। পিছনে পিছনেই উত্তর ২৪ পরগণা, তারপরে যে সকল জেলা আছে তাঁদের সঙ্গে প্রায় ৪০০ থেকে ৫০০ জনের উপরে ফারাক। আর সেটাই আশঙ্কা বাড়াচ্ছে। অপরদিকে যে বা যিনি আক্রান্ত হচ্ছেন তিনি হয়তো সেভাবে টেস্টও করাচ্ছেন না। নেই বাধ্যতামূলক পরিষেবা। তাই তিনি নিজের অজান্তেই সংক্রমণ ছড়াচ্ছেন। এমনটাই দাবি শহরবাসী। যার ফল হিসেবে প্রতিদিন বেড়ে চলেছে মোট আক্রান্তের সংখ্যা। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।