বড়মায়ের বিসর্জন দেখতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর মণ্ডল পরিবার। ফেরার সময় গৃহকর্তী লক্ষ্য করেন খোয়া গিয়েছে তাঁর গলার ২ ভরি সোনার হার। উৎসবের মাঝে সকলের মন খারাপ হয়ে যায়। কিন্তু মণ্ডল পরিবারের সেই হাসি ফিরিয়ে দিলেন খুন্ন গ্রামের এক টোটো চালক।