BLO Controversy News: এক বাড়িতে বসেই এসআইআর-এর যাবতীয় কাজকর্ম করছেন বিএলও। অভিযোগে সরব গ্রামবাসীরা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BLO Controversy News: সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে BLO- র কাজ হচ্ছে গ্রামের এক বাড়িতে বসে। SIR এর ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কজ করছে। বাড়িতে বাড়িতে যাচ্ছেন না। ফলে বিভিন্ন জায়গার মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে SIR সংক্রান্ত কাজের জন্য। হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের ঘটনা ।

কী অভিযোগ উঠেছে?

এই ৪৫ নম্বর বুথের BLO- বেলেরা খাতুন। SIR এর কাজ চালু হওয়ার শুরু থেকে তিনি কোনও বাড়িতে যাচ্ছেন না । গ্রামের একটি বাড়ির বারান্দায় তিনি বসছেন এবং সেখানে প্রতিটি গ্রামের মানুষকে এসে ফর্ম নেওয়া এবং জমা দিতে হচ্ছে । গ্রামের মানুষের অভিযোগ-সরকারি নিয়ম BLO বাড়ি বাড়ি গিয়ে SIR এর কাজ করবে। কিন্তু এখানে তা হচ্ছে না। BLO এক জায়গায় বসে থাকছে। আর আমাদের কাজকর্ম ফেলে এখানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো হচ্ছে ।

যদিও BLO বেলেরা খাতুন বলেন- ‘’আমি একা মানুষ। আমার কোন হেল্পার নেই । ১২০০ ভোটার । একা কিভাবে করব । তাই যে পাড়ায় যাচ্ছি সেখানে এক জায়গায় বসে সবাইকে ডেকে নিয়ে করছি।'' কিন্তু গ্রামবাসীর অভিযোগ উল্টো। তাদের অভিযোগ- BLO প্রথম থেকেই এই এক জায়গাতেই বসছে । এবং প্রতিটি গ্রামের থেকে মানুষ এসে এখানে লাইনে দাঁড়িয়ে SIR এর ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ করতে হচ্ছে ।

অন্যদিকে, রাজ্যজুড়ে এসআইআর কার্যকর হওয়ায় মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় টানা পরপর বেশ কয়েকটি ঘর এখন তালাবন্দি। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে ‘বাংলাদেশি’ পরিচয়ে আসা কিছু মানুষ কাগজ কুড়িয়ে লাট করে বিক্রি করতেন। সেখান থেকেই সংসার চালাতেন। কিন্তু SIR (State Identification Register) সংক্রান্ত ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে যায় সবাই। ফলে ফাঁকা পড়ে রয়েছে এইসব ঝুপড়ি। 

স্থানীয়দের কথায়— “এসআইআর ঘোষণা হতেই রাতারাতি উধাও। কোনও চিহ্ন নেই। এরা ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি লক্ষ্মীর ভান্ডারও পেত। এখন প্রশ্ন—যদি এরা বাংলাদেশি হয়, তাহলে নাম উঠল কীভাবে? কে উঠাল?” উত্তর অজানা। তাহলে কী এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশে ফিরে যাচ্ছেন এই সব অবৈধ বাংলাদেশিরা! যদিও সীমান্তে প্রতিদিন যেভাবে অবৈধ বাংলাদেশিদের ভিড় জমছে তাতে সহজেই অনুমান যে-এসআইআর-এর ভয়ে বাংলা ছেড়ে তড়িঘড়ি বাংলাদেশ পালাচ্ছেন এইসব অবৈধ বাংলাদেশিরা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।