বিজেপির আসন সংখ্যা শূন্য হয়ে যেতে পারে, গেরুয়া শিবিরের নেতাদের কটাক্ষ ফিরহাদ হাকিমের

বিজেপিকে আবারও এক হাতে নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম | তিনি বলেন এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে নেমে ১ এ পৌঁছে যেতে পারে অথবা শূন্য হয়ে যেতে পারে |

/ Updated: Jan 24 2023, 07:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সম্প্রতি বিজেপির বেশ কয়েকজন নেতা লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকেই ২৫টি কি তারও বেশি আসন পাওয়ার বিষয়ে আশাবাদী। আর সেই কারণে দলের ভিত আরও মজবুত করতে কেন্দ্রের একাধিক নেতৃত্ব এই রাজ্যে আসনেছেন। যারমধ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন সেই প্রসঙ্গ কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম রাজ্যের বিজেপি নেতাদের রীতিমক কটাক্ষ করে বলেন,বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে এলে একটু লাফালাফি হয়। এরাজ যে যাদের পায়ের তলায় মাটি নেই তাদের আবার কিসের তৎপরতা- এমনই প্রশ্ন করেন তিনি। তারপরেই আগামী লোকসভা নির্বাচনে ১৮ থেকে নেমে ওরা খুব বেশি হলে ১ এ অথবা শূন্য হয়ে যেতে পারে ওদের আসন সংখ্যা বলেও এদিন বিজেপিকে কটাক্ষ করলেন ফিরহাদ।