ঘটনা দেখতে পায় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। এরপরই পরীক্ষা কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকায় বাইক চালিয়ে একদম ঠিক সময়ে ছাত্রের হাতে এডমিট তুলে দিয়ে পরীক্ষা দিতে সাহায্য করলেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার।

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই মাথায় হাত পরীক্ষার্থীর। অ্যাডমিট ভুলে রেখে এসেছেন বাড়িতে। পরীক্ষা দেওয়া আটকে যাবে দেখে পরীক্ষার্থী চিন্তিত হয়ে উঠলে মসিহা হয়ে দাঁড়ালেন এক সিভিক ভলেন্টিয়ার। পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সবটাই লক্ষ্য করে ছুটে এলেন। ছাত্রটিকে বাইকে বসিয়ে ছুটলেন তার বাড়িতে। শেষমেষ পরীক্ষার্থী সমস্যা মিটিয়ে গেল পরীক্ষাকেন্দ্রে। ঘটনার কথা জানাজানি হতেই সকলেই ধন্য ধন্য করলেন। অনেকেই বললেন, সব সিভিক খারাপ নয়, এদিন এই সিভিক ভলেন্টিয়ারের কর্তব্য দেখে সকলেই বলেলেন এমন মানুষই দরকার আমাদের সমাজে।

সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ভুল করে বাড়িতে রেখে আসায় পরীক্ষা দিতে পারছিল না নদীয়া জেলার বাদকুল্লা ইউনাইটেড একাডেমির শিক্ষার্থী। ঘটনা দেখতে পায় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। এরপরই পরীক্ষা কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকায় তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে উদ্যোগী হলেন তিনি। তড়িঘড়ি বাইক চালিয়ে নিয়ে এসে একদম ঠিক সময়ে ছাত্রের হাতে অ্যাডমিট তুলে দিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে সাহায্য করলেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়া।

এই ঘটনায় রীতিমত সিভিক ভলেন্টিয়ারের এই কাজকে স্বাগত জানিয়েছে অন্যান্য পরিক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলা। যদিও এ বিষয়ে তাহেরপুর থানার সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ সামনে আসার পরই বর্তমানে শিক্ষার্থীর পাশে থাকার এবং তাদেরকে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ তাদের যাতে কোনরকম অসুবিধা না হয় সমস্তটাই খতিয়ে দেখা হবে বলে জানায় তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি আরও জানান এটি তাদের কর্তব্য। আজ সেই কর্তব্য পালন করেছে একজন সিভিক ভলেন্টিয়ার । তাই সিভিক ভলেন্টিয়ারের এই কাজকে কুর্নিশ জানিয়েছে রানাঘাট পুলিশ জেলাও। উপস্থিত পরীক্ষার্থীদের অভিভাবকরা জানালেন, সময়মতো যদি ওই সিভিক ভলেন্টিয়ার এসে পরীক্ষার্থীর পাশে না দাঁড়াতো তবে সমস্যায় পড়তো ওই পড়ুয়া। এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুক পুলিশ তবেই আমাদেরও নিশ্চয়তা বাড়বে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।