সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তিনি। ঘোষণা করলেন আর্থিক সাহায্যের কথা।
প্রধানমন্ত্রী লেখেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। … যারা দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।
ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টে মৃত বেড়ে ১২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্যের ঘোষণা
২
প্রথম থেকেই SIR নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই বিরোধিতার সুর আরও চড়াল তৃণমূল। মঙ্গলবার রাজ্যে শুরু হবে SIR। সেই দিনই পথে নামছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর 'সেনাপতি' অভিষেক।
তৃণমূল সত্রের খবর মঙ্গলবার, ৪ নভেম্বর দুপুর ১টা বেজে ৩০ মিনিটে মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস। রেড রোডের গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। বিআর আম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতৃত্ব। মিছিল যাবে উত্তর কলকাতার জোড়া শাঁক পর্যন্ত। মিছিলে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য-সহ সকল জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
রাজ্যে SIR নিয়ে রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুই জন SIR আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক ও মমতা। মমতা আগেই জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এবার নিয়ে পথে নেমে আরও জোরালো করছে প্রতিবাদ।
৩
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিডনির (Sydney) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শনিবার এই খবর জানিয়েছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজ চলাকালীন চোট পান এই তারকা ব্যাটার। ফিল্ডিং করার সময় তাঁর বাঁ পাঁজরে মারাত্মক চোট লাগে। তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা যায়। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এখন শ্রেয়াসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই দেশে ফেরা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। তাঁকে এখনও কিছুদিন সিডনিতে থাকতে হবে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করলে তারপরেই দেশে ফিরতে পারবেন।
৪
বাংলাদেশ ক্রমশই কঠিন কঠোর হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুগামীদের জন্য। একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (CID) 'জয় বাংলা ব্রিগেড' প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ২৬০ জনকে পলাতক ঘোষণা করে একটি নোটিশ জারি করেছে। ঢাকা ট্রিবিউনের মতে, শুক্রবার ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় প্রকাশিত এই নোটিশটি সিআইডির বিশেষ সুপারিনটেনডেন্ট জসিম উদ্দিন খানেক স্বাক্ষরিত এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পর এটি প্রকাশিত হয়।
ICC Women World Cup 2025: বিশ্বকাপ জিতলে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার? বিসিসিআই-এর বিশেষ সিদ্ধান্ত
৫
ভোট পরবর্তী সংঘর্ষে রক্তাক্ত তানজানিয়া। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে পড়ে। সংঘর্ষের জেরে কমপক্ষে ৭০০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯৮ শতাংশ ভোটে এগিয়ে থাকার জন্য নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন সামিয়া সুলুহু হাসান। তবে তানজানিয়ার পরিস্থিতির দিকে কড়া নদর রাখা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। প্রসঙ্গত, তানজানিয়ায় ২৭২টি আসন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২০টি আসনের ফলাফল সরকারিভাবে প্রকাশিত হয়েছে। তাতে ৯৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সামিয়া। যদিও বিরোধীরা নির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে। নির্বাচন ঘরে গত কয়েক দিন ধরেই উত্তাল ছিল আফ্রিকার এই দেশটি। কিন্তু পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর ধীরে ধীরে জানা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


