সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১.গোটা বিশ্বজুড়েই যেন টালমাটাল অবস্থা। ইয়েমেনের উপর ইজরায়েলের হামলার জেরে এবার পাল্টা জবাব দিল বিদ্রোহী হাউথি গোষ্ঠী। তারা রাষ্ট্রসংঘের দফতরে হামলা চালিয়েছে বলে খবর (israel yemen attack)। জানা যাচ্ছে, সেই বিদ্রোহী হাউথি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদেইদাতে রাষ্ট্রসংঘের একাধিক দফতরে হামলা চালিয়েছে। সেইসঙ্গে, ১১ জন কর্মীকে পণবন্দিও করা হয়েছে (israel yemen news today)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Israel Yemen News: রাষ্ট্রসংঘের ১১ জন কর্মীকে পণবন্দি! ইজরায়েলী হামলার জবাব দিল হাউথিরা

২.পুজোর আগে সুখবর। অল্প কিছুদিনের মধ্যে আরও ৩টি এসি লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পৌঁছাবে এসি লোকাল ট্রেন। সকালের রানাঘাট থেকে ০৭:১১ মিনিটে ছেড়ে বনগাঁয় সেটি পৌঁছে ০৭:৫২ মিনিটে ছা়ড়বে এবং শিয়ালদহে ০৯:৩৭ মিনিটে পৌঁছাবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রীদের জন্য বড় উপহার, এবার এই রুটেও চলবে এসি লোকাল ট্রেন

৩. ২০২৫ সালের এসসিও শীর্ষ সম্মেলন: চিন সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনের আগে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে পাকিস্তানের নাম না করেই সীমান্তপার সন্ত্রাসবাদের বিষয়ে কড়া বার্তা দেন এবং পহেলগাম হামলার উল্লেখ করেন। সদস্য দেশগুলি ২২ এপ্রিল ২০২৫-এ হওয়া পহেলগাম সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলে যে দোষীদের শাস্তি হওয়া উচিত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ

এসসিও'তে মোদীর কড়া বার্তা, পাকিস্তানের নাম না করেই আক্রমণ সুর চড়ালেন প্রধানমন্ত্রী

৪.সাংহাই সম্মেলনে ভারত যখন নেতৃত্ব দিচ্ছে ঠিক তখনই কয়েক হাজার কিলোমিটার দূরে আমেরিকায় বসে ভারতের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে বসলেন ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতা। জানা গিয়েছে, বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর একটি মন্তব্যে সামনে এসেছে। যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষিতে 'ব্রাহ্মণদের মুনাফাবাজি' (Brahmins profiteering) নিয়ে কথা বলেছেন। অনেকের মতে, এটি একটি 'হিন্দু-বিরোধী এবং ভারত-বিরোধী মনোভাবের' পরিচায়ক। এই ঘটনাটি আমেরিকা এবং ভারতের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েনের একটি নতুন লক্ষণ হিসেবেও বিবেচিত হচ্ছে। শুল্ক বিতর্ক এবং ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা ভেঙে যাওয়ার কারণে দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হচ্ছে, নাভারোর এই মন্তব্য তাতে আরও ইন্ধন যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

'রাশিয়া থেকে তেল কিনে মুনাফা লুঠছে ভারতীয় ব্রাহ্মণরা', ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতার মন্তব্যে শোরগোল

৫. দিমিত্রিয়স দিয়ামান্তোকোস পর্ব শেষ হল লাল হলুদে। সোমবার, সরকারিভাবে সেই কথা জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের তরফে। অর্থাৎ, ডুরান্ড কাপ শেষ এবং সুপার কাপ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 
East Bengal: ইস্টবেঙ্গলে শেষ দিয়ামান্তোকোস পর্ব! গ্রিক স্ট্রাইকারের সঙ্গে চুক্তি ছিন্ন লাল হলুদের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।