- Home
- West Bengal
- West Bengal News
- উইকএন্ডে ফের হাওয়া বদল, জাঁকিয়ে শীতের আগে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস
উইকএন্ডে ফের হাওয়া বদল, জাঁকিয়ে শীতের আগে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস
WB Weather Alerts: কালীপুজো-ভাইফোঁটা মিটে গেলেও দেখা নেই শীতের। সকালের দিকে হালকা শীত-শীত অনুভূত হলেও এখনও জাঁকিয়ে শীতের ঢের দেরি। কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়া
উৎসবের মরশুম সদ্য শেষ হলেও একনও দেখা নেই কুয়াশা ভরা ভোরের। সকালের দিকে হালকা শীতল আবহাওয়া অনুভূত হলেও বঙ্গের কোথাও এখনও জাঁকিয়ে শীত পড়েনি। ভাইফোঁটাতেও ছিল রৌদ্রঝলমল আবহাওয়া। তবে হাওয়া অফিস সূত্রে খবর, উইকএন্ডে বদলাতে পারে হাওয়া। ঝলমলে আকাশ থাকলেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়ে তার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। তবে এর গতি কমে যাবে বলে কোনও প্রভাব পড়বে না বাংলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণে আপাতত রৌদ্রঝলমল আবহাওয়া থাকলেও পশ্চিমীঝঞ্জার কারণে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উইকএন্ডে উত্তরের জেলায়-জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে।
উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উইকএন্ডে দক্ষিণবঙ্গে হাওয়া বদল ঘটবে। শুক্রবার অর্থাৎ ২৪ অক্টোববর থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উইকএন্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। তবে মঙ্গলবার থেকে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে।

