- Home
- West Bengal
- West Bengal News
- নিম্নচাপের দাপট অব্যাহত, আরও ২ দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, জেনে নিন বিস্তারিত
নিম্নচাপের দাপট অব্যাহত, আরও ২ দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, জেনে নিন বিস্তারিত
অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া মোন্থা নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। এর প্রভাবে শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে মোন্থা। বুধবার সকালে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। ধীরে ধীরে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয় এই নিম্নচাপ। আবহাওয়াবিদদের মতে, পরবর্তী পর্যায়ে এই আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হবে।
এর জেরে আরও চলবে বৃষ্টি। আজ শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আজ হাওড়া ও কলকাতায় হবে হালকা বৃষ্টি। আজ দিনের বেশিরভাগ সময় থাকবে মেঘলা আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
আজ শুক্রবার উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। আজ কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা আছে। মোন্থার জেরে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।
তেমনই শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে হালকা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
এদিকে বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শুধু মহানগর নয়, উত্তর ২৪ পরগনা, দমদম, বিধাননগর-সহ বিস্তীর্ণ এলাকা ভিজেছে মুষলধারে বৃষ্টিতে। কালকের পর আজও চলবে বৃষ্টি। জানিয়ে দিল হাওয়া অফিস।

