লাদাখের পর এবার কাশ্মীর। অনন্তনাগে শহিদ হলেন বাংলার জওয়ান শ্যামল দে। পশ্চিম মেদিনীপুরে সবং-এর সিংপুর গ্রামের ছেলে 'বুম্বা'-কে চোখের জলে বিদায় জানালেন কয়েক হাজার মানুষ। শহিদ তর্পণে মুছে গেল রাজনৈতিক ভেদাভেদও।