- Home
- West Bengal
- West Bengal News
- শহরে তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রিতে, আর কত কমবে পারদ? এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
শহরে তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রিতে, আর কত কমবে পারদ? এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
বাংলায় তাপমাত্রা কমে যাওয়ায় এবং কলকাতায় পারদ ১৬ ডিগ্রিতে পৌঁছানোয় আগামী কয়েকদিন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এদিকে, মালাক্কা প্রণালীর একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সকাল থেকে বেশ খানিকটা পারদ কমে গেল বাংলায়। কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পৌঁছাল পারদ। আগামী দুই থেকে তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়ে রাজ্যে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে মালাক্কা প্রণালীতে তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগতে ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
এর জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। পর্যটক ও মৎসজীবীদের সতর্ক করা হয়েছে।
এদিকে আজ বাংলায় কমল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থাকবে। আর সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থাকবে। আজ সকাল থেকে রয়েছে কুয়াশা।
সূত্রের খবর, কলকাতায় আজ থাকবে ১৬ ডিগ্রি তাপমাত্রা। আজ থাকবে শুষ্ক আবহাওয়া। তেমনই আজ ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা ওঠা নামা করতে পারে। আজ তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।

