ডেরেক বলেছেন তৃণমূল কংগ্রেস, টেলিভিশন কভারেজের ওপর থেকে সেনশরশিপ তুলে নেওয়া বা সংশোধন করার আবেদন জানিয়েছেন প্রিসাইডিং অফিসারদের কাছে।
চলতি সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু ত্রিপুরা পুরসভার ফলপ্রকাশ, ওয়ার্কিং কমিটির বৈঠক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুম্বইয়ের সফরের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে দিয়েছিলেন গোয়া সফর।
কংগ্রেস সূত্রের খবর মমতার বিরুদ্ধে 'অল আউট আক্রমণে' নামছে দলের শীর্ষ নেতৃত্ব। এতদিন পর্যন্ত এই দায়িত্ব একা অধীররঞ্জন চৌধুরী পালন করে আসছিলেন।
মঙ্গলবার কলকাতার এটকটি বেসরকারি হোটেল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মোঘালয়ের ১২ ঘাসফুল নেতা উপস্থিত ছিলেন।
বিরোধীদের যৌথ বিবৃতিতে তৃণমূল কংগ্রেসের নাম ছিল না। তবে তা নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ঘাসফুল শিবির। পরিবর্তে দলের পক্ষ থেকে আলাদা একটি সাংবাদিক বৈঠক করা হয়।
সম্প্রতি প্রাক্তন কংগ্রেস নেতা ও মেঘালয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের ১২ বিধায়াক।
সর্বভারতীয় স্তরে শক্তি বাড়াতে সংবিধান বদলাচ্ছে তৃণমূল । সেখানে শুধু বাংলা নয়, তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে স্থান পাবেন ভিন রাজ্যের নেতারাও।
মেঘালয়ের ১২ জন নেতাকে শাল পরিয়ে স্বাগত জানান মমতা। প্রত্যেকে প্রতি নমস্কার করে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান।
সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন উপস্থিত ছিলেন। সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে শীতকালীন অধিবেশনে ঘাসফুল কংগ্রেসের সঙ্গে কোনও রকম সহযোগিতা করতে আগ্রহী নয়।
অধীররঞ্জন চৌধুরী আরও বলেছেন, 'আমরা সংসদ অধিবেশন শুরুর আগে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক দলগুলির মতবিনিময়ের জন্যই এই বৈঠক আমন্ত্রণ জানিয়েছি।