সামান্য ঘা ভেবে এড়িয়ে যাচ্ছেন, আলসার থেকে শরীরে বাঁধতে পারে জটিল রোগ

মুখের ভিতর ঘা হয়েছে, অনেকেই সেটাকে সাধারণ ঘা ভেবে এড়িয়ে যান। কারণ অনেকেই মনে করেন এটা কয়েকদিনের মধ্যেই কমে যাবে। যেমন খুব জোরে কামড় খেলে কিংবা ঠান্ডা লাগলে সেখান থেকেও আলসার হয়। মুখের ভিতর আলসারের সমস্যা থেকে শরীরে বাঁধতে পারে জটিল রোগ। আলসার হলে খেতে, কথা বলতে প্রচন্ড অসুবিধা হয় তেমনি ব্যথাতেই খুবই কষ্ট হয়।  আলসার আবার বড় হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হয়,তা না হলে সমস্যা, তবে এই আলসার থেকে মুক্তি পেতে সবসময়েই ওষুধ নয়, বরং ঘরোয়া কিছু অব্যর্থ টোটকাতেই মুক্তি পাবেন মুখের আলসার থেকে।