ইন্দিরা গান্ধীর রক্তের গ্রুপ ছিল 'ও নেগেটিভ'। ওই গ্রুপের রক্ত মজুত ছিল হাসপাতালে।তাই বেশি দৌঁড়ঝাপের প্রয়োজন হল না। ৮০ বোতল রক্ত দেওয়া হল ইন্দিরা গান্ধীকে। শরীরে যে পরিমাণ রক্ত থাকে, সেটা ছিল তার প্রায় ৫ গুণ। চিকিৎসকরা 'হার্ট এন্ড লাং মেশিন' লাগালেন ইন্দিরার শরীরে। ধীরে ধীরে তার শরীরে রক্তের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে কমে ৩১ ডিগ্রি হয়ে গেল।