এই কারণেই আজও অরিজিৎ সিং-কে ক্ষমা করেননি সলমন, ঠান্ডা যুদ্ধের শেষ কোথায়?

Apr 25 2022, 09:49 AM IST

৩৫-এ পা দিলেন  বলিউড তথা টলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে তার নামটাই যেন যথেষ্ঠ।  ২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডের সঞ্চালক ছিলেন সলমন খান ও রীতেশ দেশমুখ। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে অনেকটাই দেরি করেন সলমন খান। কারণ দর্শকের  আসনে বসে খানিকটা ঘুমিয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। তারপর সেই ঘুম চোখ নিয়ে মঞ্চে উঠবার পর ভাইজান তার নিজস্ব স্টাইলে প্রশ্ন করেছিলেন, 'ঘুমিয়ে পড়েছিলে?' তার জবাবে অরিজিৎ বলে বসেন কী করব? আপনারা তো ঘুম পাড়িয়ে দিলেন?  তবে সলমনের সঞ্চালনা নিয়ে এমন প্রশ্ন তোলা এটাই মোটেই স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেননি সলমন তার।  তবে ভাইজানও চুপ থাকার পাত্র নন, তার উত্তরে পাল্টা বলেছিলেন,এইরকম গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বেই। ব্যস, সেই থেকেই ঝামেলার শুরু।

সাময়িক স্বস্তি পেলেন ভাইজান , মারধর -ছিনতাই করে সাংবাদিকের উপর কেন চড়াও হয়েছিলেন সলমন

Apr 06 2022, 10:14 AM IST

বলিউডের ভাইজান সলমনকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে বি-টাউনের অন্দরে। একের পর এক ঘটনায় তার নাম জড়িয়েছে বহুবার। কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন ভাইজান, সেই ভিডিও ক্যামেরাবন্দি করতেই সাংবাদিকদের উপর চড়াও হন ভাইজান ও তার বডিগার্ড নওয়াজ শেখ, এমন অভিযোগের ভিত্তিতেই সমন জারি করা হয়েছিল। সাংবাদিকের থেকে ফোন কেড়ে নেওয়া থেকে মারধরেরও অভিযোগ উঠেছিল। এবার ফোন ছিনতাইয়ের মামলায় আদালত থেকে সাময়িক স্বস্তি পেলেন ভাইজান। মঙ্গলবার বম্বে হাইকোর্ট সলমনের নামে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দিয়েছে ৫ মে পর্যন্ত।