ছোটো পর্দার সম্প্রচারে মিলে গেল এপার বাংলা- ওপার বাংলা

 

  • টেলিভিশন যোগাযোগ নিয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের চুক্তি
  • দুই দেশেই দেখানো হবে ডিডি ইন্ডিয়া
  • বাংলাদেশের সরকারি চ্যানেলও দেখা যাবে ভারতে
  • দেখা যাবে দক্ষিণ কোরিয়ার কেবিএস চ্যানেলও

টেলিভিশন যোগাযোগের মারফত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত সরকার। এতদিন ভারতীয় সরকারি টেলিভিশন চ্যানেল দূরদর্শন দেখা যেত না বাংলাদেশে। আবার উল্টোদিকে বাংলাদেশের সরকারি চ্যানেলও প্রদর্শিত হত না ভারতে। এবার এই দূরত্ব ঘোচাতে চাইছে মোদী সরকার।

বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, বাংলাদাশের সঙ্গে এদিন ভারত এক চুক্তি সাক্ষর করেছে, যার ফলে এক থেকে ডিডি ইন্ডিয়া চ্যানেল দেখা যাবে বাংলাদেশে এবং বাংলাদেশের সরকারি চেলিভিশন চ্যানেল দেখা যাবে ভারতের সর্বত্র।

Latest Videos

শুধু বাংলাদেশই নয়, একই রকম বোকা বাক্সের বন্ধনে ভারত বাঁধছে দক্ষিণ কোরিয়াকেও। সেই দেশেও এখন থেকে দেখানো হবে ডিডি ইন্ডিয়া। আর সেই দেশের সরকারি চ্যানেল কেবিএস দেখা যাবে ভারতে।

প্রকাশ জাভড়েকর জানিয়েছেন প্রতিবেশী দেশগুলির সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার উদ্যোগ অত্যন্ত দরকারি এবং মোদী সরকার একে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari