লো নেক লাল পোশাকে স্পষ্ট বুকের হট ক্লিভেজ, উষ্ণতার পারদ চড়িয়ে আগুন জ্বালালেন সোহিনী

একেবারে ছক ভেঙে অন্য অবতারে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন সোহিনী সরকার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যা দেখা মাত্রই আগুন জ্বলে উঠেছে। লাল রঙের স্লিভলেস পোশাকে বেরিয়ে রয়েছে হট ক্লিভেজ। সেক্সি ড্রেস পরে সুপারহট পোজে মুহূর্তে ভাইরাল হয়েছেন সোহিনী। উষ্ণতার পারদ চড়িয়ে নেটদুনিয়ায় যেন মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা। হু হু করে ছবি ভাইরাল হয়েছে।

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ায়। লুকোছাপা, রাখঢাক যে মোটেই পছন্দ নয় সোহিনীর তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পিডিএ-তে স্পষ্ট।বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী সরকার  । টেলিভিশন দিয়ে অভিনয়ের শুরু। তারপর থেকেই একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই টলি তারকা রণজয় বিষ্ণুর  সঙ্গে সম্পর্কে রয়েছেন সোহিনী সরকার। সোহিনী ও রণজয় বিষ্ণু টলিপাড়ার হট কাপলসদের মধ্যে অন্যতম। হামেশাই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদেরকে। কোনওদিন নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা করেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার এবং টলি তারকা রণজয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একাধিক সাহসী মুহূর্তে নজর কাড়েন টলিপাড়ার এই লাভবার্ডস। 

একেবারে ছক ভেঙে অন্য অবতারে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন সোহিনী সরকার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যা দেখা মাত্রই আগুন জ্বলে উঠেছে। লাল রঙের স্লিভলেস পোশাকে বেরিয়ে রয়েছে হট ক্লিভেজ। সেক্সি ড্রেস পরে সুপারহট পোজে মুহূর্তে ভাইরাল হয়েছেন সোহিনী। উষ্ণতার পারদ চড়িয়ে নেটদুনিয়ায় যেন মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা। হু হু করে ছবি ভাইরাল হয়েছে।

Latest Videos

 

টকটকে লাল রঙের স্লিভলেস পোশাক, নাকে নোলক, কোকড়ানো চুল লাস্যময়ী সোহিনী।  অনুশ্রী মলহোত্রার ডিজাইন করা সামার কুলিং পোশাকেই নিজেকে মেলে ধরেছেন নায়িকা। লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোয়া। ওপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়াও সোহিনীর সৌন্দর্য হতবাক হয়েছেন। স্টাইলিশ পোশাকে নজরকাড়া লুকে সকলের নজর কেড়েছেন সোহিনী সরকার।
খড়দহ থেকে সোজা টলিগঞ্জ। টেলিভিশন দিয়ে অভিনয়ের শুরু। তারপর থেকেই একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। বর্তমানে রীতিমতো দাপুটে অভিনেত্রীর তকমাও রয়েছেন। কেরিয়ারের জার্নিটা কেমন ছিল সোহিনীর। অভিনয়ের এই যাত্রাপথ এতটাও সুগম ছিল না। প্রতিমুহূর্তে খারাপ পরিস্থিতির মুখে পড়েছিলেন নায়িকা । অভিনয়ের শুরুতের ভয়ঙ্কর অভিজ্ঞার শিকার হয়েছিলেন অভিনেত্রী। অন্ধকারের সেই মুহূর্তগুলো আজ আর মনে রাখতে চান না সোহিনী। কারণ ওই স্মৃতিগুলো বড্ড যন্ত্রণার। পার্টি হোক কিংবা কোনও উৎসব সর্বদাই একসঙ্গে নজর কাড়েন রণজয়-সোহিনী। হামেশাই কাপল গোল দিয়েই চলেছেন এই যুগল। প্রেমিক রণজয় বিষ্ণুর  সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ-ইনে রয়েছেন সোহিনী সরকার সেকথা কারোরই অজানা নয়। পার্টি হোক কিংবা কোনও উৎসব সর্বদাই একসঙ্গে নজর কাড়েন  রণজয়-সোহিনী । 

 

আরও পড়ুন-১২ বছরের ছোট অর্জুনের কামের নেশায় আসক্ত মালাইকা, গদগদ প্রেম নিয়ে সমাজের উপর ক্ষোভ উগরে দিলেন নায়িকা

আরও পড়ুন-'লিভ-ইন, সহবাস ভুলে রণবীরকে ছাড়ো', ক্যাটকে আগেই সাবধান করেছিলেন বলিউডের এই অভিনেতা

আরও পড়ুন-সর্বনাশ! গাড়ি দুর্ঘটনার পরই ট্রমায় চলে গেছেন মালাইকা, কী ভেবে শিউরে উঠছেন অর্জুনের প্রেমিকা

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee