আয়ুষ্মান-এর মুখে ২৮টা বাক্য, যা প্রতিদিন ভারতের কোথাও না কোথাও ব্যবহৃত হচ্ছে

  • সমতার নামে সমাজের আসল চেহারাটা ঠিক কেমন
  • আর্টিকেল ১৫-এর নতুনত্ব পদ্ধতিতে প্রমোশন

সামাজিক মূল্যবোধ, সমতা, স্বনির্ভরতা, নারী শক্তি, এই সকল শব্দগুলো যখন শিক্ষিত সমাজে ভাসনের অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে, তখনই সেই একই জায়গায় এমন বাক্য কানে ভেসে আসে, যা আমাদের পুনরায় দশ পা পিছিয়ে দিচ্ছি। সাংবিধানিক অধিকার কেবল মাত্র সংবিধানেই সীমিত থাকলে হবে না, তার বাস্তবিক রূপ দান করাটা একান্ত বাঞ্ছনীয়। আর্টিকেল ১৫-এর প্রমোশনে অন্য লুকে ধরা দিল আয়ুষ্মান খুরানা। তুলেধরল সমাজের বাস্তবিক চিত্রটা, ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আনল সমতার নামে সমাজের প্রকৃতরূপটা ঠিক কেমনঃ

১. এতো ইংলিস বলতে পারে না, কোথা থেকে আসছো;

Latest Videos

২. শোনো মেয়েদের চাকরিতে নেওয়া এবার বন্ধ কর, হাজার একটা সমস্যা নিয়ে হাজির হয়।

৩. মহিলা! তোমার মনে হয় ব্যাবসাটা সে বুঝবে;

৪. না, মেয়েটা কালো, আমাদের বিউটি প্রডাক্টের সঙ্গে মানানসই হবে না;

৫. ওতো বড্ড ছোট, ওর ট্যালেন্ট কতটা যে বিষয়গুলো বুঝতে পারবে;

৬. প্রেগনেন্ট! দারুণ, এবার তো ছুটিতে চলে যাবে, ভগবান জানে কতদিনের জন্য;

৭. ওর থেকে দুরেই থেকো, ওর ঐ অসুখটা করেছে;

৮. শোনো ও মুসলমান, ওর সঙ্গে খেলো না;

৯. ও কেন আমাদের সঙ্গে ছবি তুলবে, ওতো বাড়ির কাজের লোক;

১০. এতো মেয়ে, সম্পত্তি তো বাড়ির ছেলে নিয়ে আসবে।

১১. পুজো একে দিয়ে কি করে করাবো, এতো ব্রাক্ষ্মণ নয়।

১২. দুঃখিত আপনাকে এই চাকরিটা দিতে পারলাম না, কারণ আপনি আলাদা।

১৩. আরে তুই ভারতীয় না, চাইনিস, দেখতে তো তেমনই লাগে।

১৪. ওর সঙ্গে বিয়ে করবি, পাগল ওতো নিচু জাতের।

১৫. মেয়েরা করতে পারবে না, পয়সা ছেলের পেছনো ঢালো, মেডেল নিয়ে চলে আসবে।

১৬. আপনি এই মন্দিরে যেতে পারবেন না কারণ আপনি একজন নারী। তারপর আবার পিরিয়ড।

১৭. মেয়ের বিয়ে দাও, ছেলের তো বিয়ে এমনই হয়ে যাবে, আজের যুগে বয়সটা কোনও ব্যাপারই নয়।

১৮. দয়া করে বোঝ, আমরা জেনারেল ক্যাটাগরির মানুষ।

১৯. ছেলেকে আমেরিকা পাঠালাম, ফিরে এসে বাবা-মাকে দেখবে। মেয়েরা তো পরের ঘরের সম্পত্তি।

২০. মেয়েটা কত মোটা, ওকে কিকরে ছবির শ্যুটিং ক্যাম্পেইনিং-এ নেবো।

২১. আমরা এখন আধুনিক যুগের মানুষ, যার সঙ্গে খুশি বিয়ে কর, শুধু খ্রীষ্টান, দলিত, মুশলীম, পার্শি, জৈন...

২২. নৃত্যশিল্পী!, সখের জন্য করে হয়তো। নাচ আবার জীবিকা হতে পারে নাকি

২৩. নির্বাচনের প্রার্থী কিকরে হবেন ইনি, ইনি তো রুপান্তরকামী

২৪. পড়তে পারনা, কি অশিক্ষিত, জীবনে কিছুই করতে পারবে না

২৫. বাবা অটো চালায়, মেয়ে এমবিএ করবে! কিছু স্বপ্ন নিজের ক্ষমতা বুঝে দেখা উচিৎ।

২৬. সরি ম্যাম, এটা দামী হোটেল, আপনি হয়তো ভুল জায়গায় চলে এসেছেন;

২৭. পরিবারের অসন্মান, কিকরে তুমি সমকামী হতে পার;

২৮. অরুণাচল প্রদেশ থেকে এসেছ না, হিন্দি বলতে পার;

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও